প্রকাশিত : ৯ জুন, ২০১৯ ১৪:৫৩

প্রতিবেশী দেশগুলোকে জঙ্গিবাদ দমনে একজোট হওয়ার আহ্বান মোদির

অনলাইন ডেস্ক
প্রতিবেশী দেশগুলোকে জঙ্গিবাদ দমনে একজোট হওয়ার আহ্বান মোদির

দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর প্রথম সরকারি সফরে মালদ্বীপে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদি এক বক্তব্যে পাকিস্তানকে ইঙ্গিত করে বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ বিশ্বের জন্য ভয়াবহ। এই জঙ্গিবাদ দমন করতে প্রতিবেশী দেশগুলোকে একজোট হয়ে কাজ করতে হবে। 

এর আগে, শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান মোদি। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়, দেয়া হয় সর্বোচ্চ সম্মাননা।

মোদি বলেন, ভারতের পররাষ্ট্রনীতিই হচ্ছে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এগিয়ে চলা। এর মধ্যেই ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা খুলে দিতে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে নয়া দিল্লি।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে জঙ্গিবাদের মদদ দেয়ার কারণেই বিশ্বে সহিংসতার হুমকি বাড়ছে। এ সময় পাকিস্তানের নাম উল্লেখ না করলেও মোদি বলেন, জঙ্গিদের কারা সহযোগিতা করে সে বিষয়ে সচেতন হতে হবে।

মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাবেন মোদি।

উপরে