প্রকাশিত : ১০ জুন, ২০১৯ ১৩:০৪

বগুড়ায় ভটভটি উল্টে দুই ভাই নিহত

অনলাইন ডেস্ক
বগুড়ায় ভটভটি উল্টে দুই ভাই নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় শ্যালো মেশিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে উপজেলার পদ্মপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার থালতামাঝগ্রাম ইউনিয়নের তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী(৪৫) ও তার ছোট ভাই হাবিবুর রহমান (১৯)।

জানা গেছে, দুই ভাই রাজশাহী থেকে দুটি মহিষ কিনে ভটভটি করে নন্দীগ্রামের বাড়িতে ফিরছিলেন। ভটভটিটি পদ্মপুকুর মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে চাপা পড়ে দুই ভাই ও একটি মহিষ মারা যায়। ঘটনার পরপরেই ভটভটি চালক পালিয়ে গেছেন। 

নন্দীগ্রাম থানার কুমিড়া পণ্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, ভটভটি চালককে খুঁজে পাওয়া যায়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি। নিহত দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

উপরে