কাহালুতে প্রতিপক্ষের মারপিটে মহিলা সহ ৩ জন আহত
বগুড়ার কাহালুতে প্রতিপক্ষের মারপিটে মহিলা সহ ৩ জন গুরুতর আহত, আদালতে মামলা দায়ের। স্থানীয় গ্রামবাসী ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিলকুঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃতঃ তফিজ উদ্দিন সাকিদারের পুত্র মতিয়ার রহমান মতির সাথে একই গ্রামের মৃতঃ আব্দুল কাদেরের পুত্র আব্দুর রহমান, মৃতঃ আব্দুল জোব্বারের পুত্র জামাল হোসেন পেস্তার মনোমালিন্য চলে আসছিল। মনোমালিন্য হওয়ায় এবং পূর্ব শক্রতার জের ধরে আজ মঙ্গলবার সকালে আব্দুর রহমান ও জামাল হোসেন পেস্তার তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মতিয়ার রহমান মতির বাড়ীর আঙ্গিনায় অবৈধ ভাবে প্রবেশ করে গালিগালাজ সহ মারপিট করে মতিয়ার রহমান মতি (৪২) কে তার স্ত্রী রুলি বেগম (৩৬) ও বোন সাজেদা বেগম (৩৬) কে গুরুত্বর আহত করেন এবং মহিলাদের শ্লীলতাহানি করেন।
এসময় আসামীরা মতিয়ার রহমান মতির ঘর-দুয়ার ভাঙ্গিয়া ও গাছপালায় কুপিয়ে প্রান নাশের হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয় লোকজন মতিয়ার রহমান মতি তার স্ত্রী রুলি বেগম ও বোন সাজেদা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। হাসপাতালে চিকিৎসাধীন মতিয়ার রহমান মতির অবস্থা সংকটাপুর্ণ। এ ঘটনায় বৃহস্পতিবার মতিয়ার রহমান মতির ছোট বোন সুলতানা বেগম বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে আব্দুর রহমান, জামাল হোসেন সহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মোকদ্দমা নং-১২৬ সি/২০১৯ (কাহালু)।