পত্নীতলায় পরিবেশ সংরক্ষণে সোস্যাল ওয়েলফেয়ার’র বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পরিবেশ সংরক্ষণে সামাজিক সংগঠন প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে উপজেলার শিয়াড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার পাশে ফলদ ও বনজ ঔষধি গাছ রোপন করা হয়েছে।
গতকাল বৃক্ষ রোপণ কর্মসূচিতে সংগঠনের চেয়ারম্যান আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শিহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিশিষ্ট ব্যবসায়ী আরাফার রহমান, সংগঠনের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, যুগ্ন মহাসচিব শহিদুল ইসলাম রুপক, সংগঠনের শিহাড়া ইউনিয়ন মহাসচিব রিজভি চৌধুরী, যুগ্ন মহাসচিব বোরহান উদ্দীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তেনমুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তোহরাব প্রমুখ। এসময় উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।