দেশবরেণ্য লেখিকা রোমেনা আফাজের আজ ১৬ তম মৃত্যু বার্ষিকী
আজ স্বাধীনতা পদক প্রাপ্ত দস্যুবনহুরখ্যাত প্রতিভাময়ী লেখিকা সমাজসেবিকা প্রয়াত রোমেনা আফাজ এর ১৬ তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রোমেনা আফাজ স্মৃতি পরিষদের উদ্যোগে সকাল ১০ টায় ঠনঠনিয়া দক্ষিণ বগুড়া গোরস্থানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় “রোমেনা আফাজ ভবন” জলেশ্বরীতলাস্থ স্মৃতি পরিষদ কার্যালয়ে স্মরনসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।