নৌর্কা মার্কার প্রার্থী টি জামান নিকেতাকে ১৪ দলের সমর্থন
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় টেম্পল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে বগুড়া জেলা ১৪ দলের জরুরী সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ১৪ দলের সমন্বয়ক মজিবর রহমান মজনু।
বক্তব্য রাখেন জেলা ১৪ দলের নেতা জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, জাসদ নেতা এড. আব্দুল লতিফ পশারী ববি, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, ন্যাপের সভাপতি মনতেজার রহমান, আওয়ামী লীগ নেতা এড. আমানুল্লাহ্্, এড. জাকির হোসেন নবাব, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী প্রমুখ।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী টি জামান নিকেতা। সভায় ১৪ দলের পক্ষ থেকে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন জানানো হয় এবং আগামী ১৩ জুন বৃহস্পতিবার বগুড়া জেলা ১৪ দলের উদ্যোগে বিকাল ৫টায় নৌকা মার্কার পক্ষে প্রচারণা মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।