প্রকাশিত : ১২ জুন, ২০১৯ ১৪:৫৩

গাংনীতে ফেনসিডিলসহ আটক ২

মেহেরপুর প্রতিনিধি
গাংনীতে ফেনসিডিলসহ আটক ২

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুজন মাদক সেবীকে আটক করে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এদেরকে গাংনীর হিজলবাড়িয়া থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় তিন বোতল ফেনসিডিল। এরা হচ্ছে- পুর্ব মালসাদহ গ্রামের ইসাহাক আলীর ছেলে সোহাগ(৩০) ও একই গ্রামের আব্দুস সামাদের ছেলে হাসান(২৯)।

গাংনী থানার ডিউটি অফিসার জাহিদ হাসান জানান, আটকরা চিহ্নিত মাদকসেবী। এরা ফেনসিডিল এনে সেবন করার প্রস্তুতির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশে দেয়। আটকদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

উপরে