শেরপুরে ‘শিকরের সন্ধানে’ বইয়ের মোড়ক উম্মোচন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বিশিষ্ট সাংবাদিক ও লেখক আলহাজ মুনসী সাইফুল বারী সিদ্দিকীর (ডাবলু) লেখা ‘শিকরের সন্ধানে’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।আজ বুধবার (১২জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু বইটির মোড়ক উম্মোচন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হামিদ, শহিদুল ইসলাম শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ নেতা মজিবর রহমান মজনু লেখকের বংশ ও পারিবারিক শিকর অনুসন্ধানীমূলক লেখা এই বইটির ভূয়সী প্রশংসা করেন। বইটির বিষয়ে লেখক সাংবাদিক আলহাজ মুনসী সাইফুল বারী সিদ্দিকীর (ডাবলু) বলেন, অনেক অনুসন্ধান করে বইটিতে তাঁর বংশের শেকর ও পরিচিতি তুলে ধরার চেষ্টা করেছি।