প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ১৩:৪৮

হিলি সীমান্তের শুণ্যরেখা পরিদর্শন করলেন বিএসএফের আইজি আজমল হোসেন

হিলি (দিনাজপুর)
হিলি সীমান্তের শুণ্যরেখা পরিদর্শন করলেন বিএসএফের আইজি আজমল হোসেন

হিলি সীমান্তের শূণ্য রেখা পরির্দশন করলেন ভারতের নর্থ বেঙ্গল বিএসএফের আইজি আজমল হোসেন।

বুধবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট গেটে উপস্থিত হলে এসময় ২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত অধিনায়ক আবু নঈম খন্দকার।এসময় তাদের পক্ষ থেকেও বিভিন্ন প্রকার ফল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় আইজি সীমান্ত রক্ষাবাহিনী খোজখবর নেন এবং সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান গুলো ঘুরে দেখেন।

এসময় বিএসএফের মালদা সেক্টর ডিআইজি টি জি স্মির্থি,পতিরাম ১৯৯-ব্যাটালিয়নের অধিনায়ক সেক্টর কমান্ডার বিএস নেগী এবং বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চানঁ মিয়া,চেকপোষ্ট অধিনায়ক রাকিব হাসান, সহ উভয় বাহিনীর সীমান্তরক্ষী সদস্যরা উপস্থিত ছিলেন।

উপরে