প্রকাশিত : ১৩ জুন, ২০১৯ ১৩:৫২

নওগাঁয় অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা

নওগাঁর পত্নীতলায় বৈধ কাগজপত্র না থাকায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের এসআই আব্দুল হাই জানান, ১৩ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টা হইতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদর নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ড গোলচত্বরে অভিযান চালানো হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় অন্তত অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা করা হয়েছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ চালক ও অবৈধ গাড়ীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

উপরে