সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন
নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগে ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার রাতে ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, দীর্ঘদিন থেকে ঐ গ্রামের ঈসমাইল হোসেনের পুত্র আবুল কালাম তিনটি পুকুরে আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। বৃহস্পতিবার রাতে ঐ গ্রামের ফরমান, সাজ্জাদ, নাসিরের নেতৃত্বে ১৫/২০ জন সংঘবদ্ধ হয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ লুট করে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবুল কালাম জানান, প্রতিপক্ষরা আমার কাছে চাঁদা দাবি করে আসছিলো। আমি না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক মাছ লুট করে নিয়ে যায়। তাছাড়া পুকুরে বিষ প্রয়োগে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়েছি। এ বিষয়ে সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে মৌখিকভাবে শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সিংড়া ( নাটোর) প্রতিনিধি