হিলিতে মাদক সেবনের অপরাধে আটক ৫
হিলিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে ৫ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
শুক্রবার ভোর রাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন বলেন, উপজেলার রায়ভাগ গ্রামস্থ সেবুর হোসেন প্রিন্স নামের একজনের বাড়ীর সামনে ফাকাঁ জায়গায় বসে সংঘবদ্ধ ভাবে কয়েকজন যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুর ১২ টায় দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান, বহিরাগত হিলিতে আসলে আমার তাদেরকে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদ করছি যাতে করে কেউ যেন মাদক সেবনের সুযোগ না পায়। পাশাপাশি মাদক নির্মূল করতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রয়েছে।
আটককৃতরা হলেন, জে এ এম জিন্নুরাইন উল্লাস (৩৪) পিতা মৃত আমজাদ হোসেন,রাশিদুল ইসলাম (৩৯) পিতা মৃত আব্দুর রউফ উভয়ের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার ও শিল্পপাড়া গ্রামে। জুয়েল আহসান টিটু (২৮) দিনাজপুর জেলার ঘোড়াঘাড়াট উপজেলার নয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে,রায়হান (৩১) পিতা আফাজ উদ্দিন,আরিফ হোসেন (৩০) পিতা মৃত আব্দুল খালেক উভয়ের বাড়ির দিনাজপুর জেলার সদর থানার হাউজিং মোড় শেবপুর।

হিলি (দিনাজপুর)