বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব : নির্বাহী প্রকৌশলী আলতাব
বগুড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী আলতাব হোসেন বলেন, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করা সম্ভব। দেশকে উন্নয়নশীল করতে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। আমাদের দেশের আর্ত সামাজিক প্রেক্ষাপটে মেধাবী এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমূখী শিক্ষা দিয়ে আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রকৌশল বিদ্যা শিক্ষা এবং দক্ষতার সার্টিফিকেট অর্জন করে দেশ-বিদেশে চাকুরীর ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।সাধারন ও কারিগরি সমন্বিত শিক্ষা প্রচেষ্টার মাধ্যমে একজন ছাত্র-ছাত্রীকে আত্মনির্ভরশীল ব্যক্তিত্বসম্পন্ন মানবতাবোধে উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনের প্রবেশ পথকে উন্মুক্ত করতে সাহায্য করবে।
এ প্রশিক্ষণটি কারিগরি শিক্ষা বিস্তারে তথা বেকারত্ব দূরীকরণে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তরুণ সমাজকে পেশা ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকতর সক্ষম ও যোগ্য করে গড়ে তোলার মানষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অষ্টম পর্বের ছাত্র-ছাত্রীদের ১২ সপ্তাহ ব্যাপি বাস্তব প্রশিক্ষণের আয়োজন করেছে। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভিশন ৪১ বাস্তবায়নে এটি ব্যাপক ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, বিগত দশ বছর পূর্বে কারিগরী শিক্ষার হার শতকরা ২ ভাগ হতে বর্তমান শতকরা ১৫ ভাগ হয়েছে। উন্নয়নশীল দেশ গড়তে হলে ২০৪১ সালের মধ্যে কারিগরী শিক্ষার হার শতকরা ৪০ ভাগ এবং ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন করতে হবে।
আধুনিক ও উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে শতকরা ৫০ ভাগ শিক্ষার্থীকে কারিগরী শিক্ষায় শিক্ষিত হতে হবে। শনিবার বগুড়া ওয়াইএমসিএ এর পলবেসরা অডিটোরিয়ামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জোন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অষ্টম পর্বের ছাত্র-ছাত্রীদের ১২ সপ্তাহ ব্যাপি বাস্তব প্রশিক্ষণ সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বগুড়া ওয়াইএমসিএ নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডি, সিএসবিএসআই এর উপাধ্যক্ষ সরজ কুমার মন্ডল, প্রকৌশলী আব্দুর রহমান সহ প্রমূখ।