প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:৩০

বগুড়া সদরের ঠেঙ্গামারায় তিন জন কন্যা সন্তানের জন্ম দিল রিতু

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সদরের ঠেঙ্গামারায় তিন জন কন্যা সন্তানের জন্ম দিল রিতু

বগুড়া সদরের নিশিন্দার ইউনিয়নের ঠেঙ্গামারা এলাকার এক দম্পতির কোল উজালা করে একই সাথে জন্ম গ্রহণ করল তিন জন কন্যা সন্তান।জানা গেছে ঠেঙ্গামারা এলাকার ঠান্ডা মিয়ার পুত্র মেহেদী হাসান রকি গত ২ বছর পুর্বে উপ শহর এলাকার রিতু আক্তার বাবলীকে  বিবাহ করে। বিবাহের পর থেকে  সুখে শান্তিতে তাদের সংসার চলা কালে রকির স্ত্রীর গর্ভে জন্ম নেয় সন্তান।  শুক্রবার রাতে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে রিতু আক্তার বাবলী একই সাথে পর পর তিন জন কন্যা সন্তানের জন্ম দেয়। সন্তান তিন জন সুস্থ্য ও হাস্যোজ্জল রয়েছে । এতে করে তারা সবাই খুশি।  সন্তানের পিতা মাতা তাদের সন্তান সহ সবার জন্য দোয়া কামনা করেছেন। এব্যাপারে মেডিকেল কলেজ ফাঁড়ীর এস আই আব্দুল আজিজ তিন জন কন্যা সন্তানকে দেখতে এসে খুব আনন্দিত।

উপরে