পঞ্চগড়ে অনুমোদনহীন চানাচুর কারখানার সন্ধান মালামাল ধ্বংস,জরিমানা
পঞ্চগড়ে বিএসটিআই’র অনুমোদন না নিয়ে চানাচুর উৎপাদন করায় একটি কারখানার মালামাল ধ্বংস ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে চা প্যাকেটজাতকরণ একটি কারখানাকেও জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমার নেতৃত্বে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বিশমনি গ্রামে ১ নং বাবু চানাচুর কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অনুমোদন ছাড়াই চানাচুর উৎপাদন ও একই তেল দিয়ে বার বার চানাচুর ভাজার প্রমান পায় ভ্রাম্যমান আদালত। সেখানে উৎপাদিত চানাচুর ধ্বংস ও পোড়া তেল ফেলে দেয়া হয়। এসময় আরও দুইটি ড্রামে ব্যবহার অনুপযোগি ভোজ্য তেল সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়। অনুমোদন ছাড়াই চানাচুর উৎপাদন করায় কারখানার মালিক শরীফ উদ্দীন ওরফে শরিফতকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমান আদালত একই গ্রামের একটি বাড়িতে খোলা চা প্যাকেটজাত কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই বাড়িতে বিএসটিআই’র সীল ব্যবহার করে স্বর্ণা টি এন্ড কনজ্যুমার্স কোম্পানীর নামে স্বর্ণা স্পেশাল ব্ল্যাক টি প্যাকেটজাত করা হচ্ছিল। প্রাথমিকভাবে ওই কোম্পানীর মালিককে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অনুমোদন না নিয়ে আবারও চা প্যাকেটজাত করলে পরবর্তিতে আবারও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।