গোবিন্দগঞ্জে পানিতে ডুবে চার বছরের শিশুর মৃত্যু
গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানিতে ডুবে জোনাইদ বাবু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু জোনাইদ বাবু পৌর এলাকার শাহপাড়া খলসী গ্রামের সুমন শেখের ছেলে।জোনাইদ বাবু বাড়ীর পাশ্বের নদী করতোয়ায় পাড়ে খেলছিল। সবার অজান্তে সে নদীতে পড়ে মারা গিয়ে ভাসমান লাশ হয়ে পানিতে ভাসতে থাকে।বাড়ীর লোক অনেক খুজেও যখন পাননি তখন এলাকার লোক নদীতে খুজতে গিয়ে লাশ উদ্ধার করে।আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার জোনাইদ বাবুকে মৃত ঘোষণা করে।এদিকে, শিশু জোনাইদ বাবুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।