দুপচাঁচিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
ষ্টাফ রিপোর্টার
দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২২ জুন শনিবার সকালে সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া পৌরসভা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মন্ডল, স্বাস্থ্য বিভাগের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, প্রেসকাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল্লাহ মিয়া, রফিকুল ইসলাম সহ প্রমূখ।
উল্লেখ্য এ দিন দুপচাঁচিয়া উপজেলায় ১শ ৪৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাসের ১৮শ ৪২ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাসের ১৪ হাজার ৭শ ৩২জনকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।