জয়পুরহাটে ইঞ্জিন চালিত ভটভটির চাপায় এক শিশু নিহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকির পাড়া এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির চাপায় তানভীর নামে এক শিশু নিহত হয়েছে।আজ শনিবার সকাল ৯টার দিকে মুনঝার-বটতলী সড়কের দাশড়া ফকির পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু উপজেলার মিনিগাড়ি গ্রামের কৃষক এমরান হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার বাসিন্দা হামিদুল ইসলাম মটর সাইকেলে করে বোন কহিনুর বেগম ও ভাগ্নে তানভীরকে নিয়ে ক্ষেতলাল উপজেলা মিনিগাড়ি গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে মুনঝার-বটতলী সড়কের দাশড়া ফকির পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির চাপায় তানভীন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সংশ্লিষ্ট সংবাদ: জয়পুরহাট,শিশু,নিহত,ভটভটি
১৪ আগস্ট, ২০১৯
২৬ অক্টোবর, ২০১৯