বগুড়ায় ডাব মার্কায় ভোট চেয়ে গনসংযোগ
ষ্টাফ রিপোর্টার
আগামী ২৪ শে জুুন বগুড়া (সদর)-৬ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর ডঃ মোঃ মনসুর'কে বিজয়ী করার ল্েয ডাব মার্কার ভোট চেয়ে গনসংযোগ করা হয়েছে।২২শে জুন শনিবার সকাল ৮টায় শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় ডাব মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করা হয়। গনসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ কংগ্রেস এর মহাসচিব এ্যাড. মোঃ ইয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা এ্যাড. আব্দুল আওয়াল, আবদুল্লাহ-আল-মামুন, নাজমুল মোরর্শেদ, এ্যাড. মিলন কুমার ভঞ্জ, এ্যাড. মিজানুর রহমান, তুষার রহমান, মোঃ শাহজাহান, তাহের উদ্দিন, এম.এ. হক একরাম, প্রভাষক দেলাব্বর, নয়ন মন্ডল, শিহাবুল্লাহ প্রমুখ।