লাইট হাউস এর আইনী সহায়তা ও কাউন্সেলিং সেবা প্রদানকারী ব্যক্তি/সংস্থার সাথে আলোচনা সভা
হিজড়া এবং এমএসএম নির্যাতনের শিকার হয়, আইনি সহায়তা নেওয়ার ক্ষেত্রে অবহেলার শিকার হয় এবং তারা আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ। বিধায়, কর্মএলাকার সংশ্লিষ্ট সংস্থা ও পেশাজীবিদের সমন্বয়ে আলোচনা সভার মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং তাদের লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিহত ও মানবাধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দি গ্লোবাল ফান্ডএর অর্থায়নে আইসিডিডিআর,বি এর সহযোগিতায় লাইট হাউসের “প্রিয়োরাইটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশনস ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় বগুড়ায় লাইট হাউস প্রধান কার্য্যলয়ে, আইনজীবি এবং আইনী সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, একজন প্রতিবন্ধি শিশু যেমন পারিবারিক বন্ধনে থেকে বড় হয়, কিন্তু হিজড়াদের ক্ষেত্রে তা করা হয়না, সুতরাং শুরু হয় তাদের প্রতি বৈষম্য ও নির্যাতন।আমাদেরকে সচেতন হতে হবে এবং সমাজকে সচেতন করতে হবে যেন তারা পরিবার থেকেই যেন বৈষম্যের শিকার না হয়। মুল প্রবন্ধে জনাব মোঃ সালাহ উদ্দিন, টীম লিডার এইচআইভির বিশ্ব এবং বাংলাদেশ পরিস্থিতি, জেন্ডার ইস্যু, নির্যাতনের ধরণ এবং প্রকারভেদ, বৈষম্য, বাংলাদেশের বর্তমান আইন কাঠামো, হিজড়া বা এমএসএমদের মানবিক অধিকার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথী জনাব শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রচলিত আইন মুসলিম পারিবারিক আইন অনুযায়ী পরিচালিত হয়, সুতরাং আমাদেরকে ইসলামের আলোকে হিজড়াদের প্রতি বৈষম্যের সমাধান করা সম্ভব। তিনি আল কুরআন এবং হাদীস থেকে রেফারেন্স সহ বলেন, হিজড়ারাও পিতা মাতার সম্পদ সহ সকল পারিবারিক ও সামাজিক কর্মকান্ডে অংশ নিতে পারবে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকার হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে ঘোষণা করলেও বিভিন্ন আইনগত কাঠামো তাদের উপযোগী করে পরিবর্তন করা হয়নি। সমাজও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বর্তমান সরকার তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করলেও তাদেরকে এখনো সমাজের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করা সম্ভব হয়নি। সুতরাং শুধু স্বিকৃতিই নয় তাদেরকে সকল প্রকার বৈষম্যের হাত থেকে রক্ষা করা জন্য প্রয়োজনীয় আইনী সহায়তা দিতে হবে এবং উপস্থিত সকলেই একমত হন যে, উপস্থিত প্রত্যেক আইনজীবি তাদের এলাকার হিজড়া জনগোর্ষ্ঠির কেউ নির্যাতনের র্শিকার হলে, তিনি যদি আইনী সহায়তা নিতে চান তবে তারা বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করবেন। সভাপতি জনাব হারুন অর রশীদ বলেন, নিযার্তিত এই হিজড়া জনগোষ্ঠী যেন যথাযথভাবে আইনী সহায়তা পায় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানীত শরিফুল ইসলাম, লিগ্যাল এইড অফিসার, জেলা লিগাল এইড কমিটি বগুড়া এবং সিনিয়র এ্যাসিসট্যান্ট জজ, বগুড়া। সভায় সভাপত্বি করেন, জনাব হারুন অর রশীদ, নির্বাহী প্রধান লাইট হাউস। উক্ত সভায় সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ সালাহ উদ্দিন, টীম লিডার, লাইট হাউস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর থেকে এ্যাডভোকেট পিনাক পানি রায়, রংপুর থেকে এ্যাডভোকেট মোঃ নুরুল আমীন, সিরাজগঞ্জ থেকে এ্যাডভোকেট শাইদুল ইসলাম, রাজশাহী থেকে এ্যাডভোকেট শামীম আক্তার মায়া, চাঁপাইনবাবগঞ্জ থেকে এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক এবং বগুড়া থেকে এ্যাডভোকেট হেলালুর রহমান, এ্যাডভোকেট সুফিয়া বেগম, এ্যাডভোকেট আশরাফুন নাহার, এ্যাডভোকেট আল মাহমুদ, প্রিন্সিপ্যাল, বগুড়া ল কলেজ, সাবেক জিপি এবং এ্যাডভোকেটএমদাদুল হক খন্দকার উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এসএম মনোয়ার হোসেন, প্রকল্প বিশেষজ্ঞ, লাইট হাউস।

ষ্টাফ রিপোর্টার