বাংলাদেশের গণমানুষের সংগঠন আওয়ামী লীগ: মজিবর রহমান মজনু
বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু বলেছেন, গণমানুষের আকাঙ্খার প্রতিফলন হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সবসময় মেহনতী মানুষের কথা ভেবে রাজনীতি করে। মুসলীম লীগের গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদই হলো আওয়ামী লীগ। যা আজ উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। উপমহাদেশের যতগুলি রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে প্রাচীনতম সংগঠনও বটে। ভারতের কংগ্রেস এবং পাকিস্তানের মুসলীম লীগ ছিলো একটি প্লাটফর্ম। যা পরবর্তীতে রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু আওয়ামী লীগই উপমহাদেশে একমাত্র রাজনৈতিক সংগঠন। যার সৃষ্টি রাজনৈতিকভাবে এবং সাংগঠনিকভাবে হয়েছে। যা অনেক দেশেই রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে বিদ্যমান নেই। আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টি করেছে। আওয়ামী লীগই বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের ধারক ও বাহক। গণমানুষের সংগঠন আওয়ামী লীগ আজ বিশ্বব্যাপী পরিব্যাপ্ত। আওয়ামী লীগই পারে বাংলাদেশকে সঠিক পথ দেখাতে। পারে দুখি মানুষের মুখে হাসি ফোটাতে। যার স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন আর সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার উন্নয়নের ধারা বজায় রাখতে ৪১ বগুড়া-৬ উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।
রবিবার সকাল ৮টায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল মতিন। আরো বক্তব্য রাখেন আব্দুল কালাম আজাদ, এড. আমানুল্লাহ্, রাগেবুল আহসান রিপু, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, এড. তবিবর রহমান তবি, এড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরিন আনোয়ার জর্জিস, কামরুন্নাহার পুতুল, আনিছুজ্জামান মিন্টু, সাগর কুমার রায়, এস এম রুহুল মোমিন তারিক, এস এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আবুল কাশেম ফকির, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, শেখ শামীম, এডনিস বাবু তালুকদার, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, আব্দুস সালাম, সাজেদুর রহমান সাহীন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, নুরুজ্জামান সোহেল প্রমুখ। এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।