বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কর্তন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে দলীয় কার্যালয়ে এই কেক কর্তন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালেবুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সহ সভাপতি আব্দুল খালেক মাস্টার, প্রভাষক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সম্পাদক ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাবেক ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন স্বপন, যুবলীগের যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারন সম্পাদক মিন্টু মিয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।