বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৭৫) মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার বি-ব্লক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার ভোর ৫টার দিকে বি-ব্লক ক্যান্টনমেন্ট জামে মসজিদ থেকে ফজর নামাজ শেষে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় ঢাকা দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার অপরিচিত বৃদ্ধা টিকে থাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই বৃদ্ধাটি মারা যায়।
থানার ওসি আজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি