প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ২০:২৫

বগুড়ায় দুদকের আয়োজনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
বগুড়ায় দুদকের আয়োজনে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ স্লোগানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার আয়োজনে শনিবার শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস্ সদস্যদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি বন্ধ করার মাধ্যমে কিভাবে দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব সেই বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মনিরুজ্জামান নিজেদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্কাউটস্ এর সহকারি পরিচালক আনোয়ার হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক, কমিটির কার্যনির্বাহী সদস্য বাবুল আখতার রিপন ও সঞ্জু রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক বগুড়ার উপ-সহকারি পরিচালক যথাক্রমে সুদীপ চৌধুরী ও ওয়াহিদ মঞ্জুর সোহাগ, সহকারি পরিদর্শক মাহবুবুর রহমান প্রমুখ। প্রতিযোগিতা পরবর্তী বিজয়ী প্রথম তিনজন কে দুদকের পক্ষে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

উপরে