নাগরিক সেবায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জকে বিশেষ সম্মাননা প্রদান
আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে নাগরিক সেবা প্রদানে বিশেষ অবদানের জন্য ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জকে বিশেষ সম্মাননা পত্র এবং ক্রেষ্ট প্রদান করা হয়েছে।রোববার সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস-২০১৯’ উদযাপন উপলে জেলা শিল্পকলা একাডেমিতে সেবাপ্রদানকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।
বিজিবি কর্তৃক সীমান্ত সূরা ও চোরাচালান দমনে অসামান্য অবদান, ১১তম জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী কর্তব্য পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ও সুনামগঞ্জ জেলার আর্তমানবতা, নাগরিক সেবায় বিশেষ অবদান রাখায় শিল্পকলা একাডেমিতে সেমিনার ওতৎপরবর্তী আলোচনা সভা শে্েরষ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জকে সম্মাননাপত্র এবং ক্রেষ্ট প্রদান করেন।
জেলা প্রশাসকের হাত থেকে সম্মাননাপত্র ও ক্রেষ্ট গ্রহন করেন ২৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম।
এ সময় পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ফ্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ পরিচালক জনাব বশির আহম্মদ সরকার, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারি পরিচালক এ এস এম আব্দুল হোসেনসহ জেলা প্রশাসন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সেবাপ্রদাকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।