নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রেজাউল গ্রেফতার

নওগাঁয় রেজাউল হক (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রেজাউল হক সাপাহার উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ জানান, ২২ জুন শনিবার দিবাগত রাত ১০ টার দিকে গোপন সংবাদ পেয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহরিয়ার পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কোচিন্দা ইদগাহ মাঠ এলাকায় এক অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানে উক্ত স্থান হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর পর রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে নওগাঁ জেলা কোর্টে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ,মাদক ব্যবসায়ী,গ্রেফতার
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৬ মে, ২০১৯
১৮ মে, ২০১৯
১৯ মে, ২০১৯