কাহালুর ৩টি ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপ-নির্বাচনের ভোট গ্রহন ২৫ জুলাই
বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড, মুরইল ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৮ জুন কাহালু উপজেলা নির্বাচন অফিসার ও ৩টি ওয়ার্ডের রিটানিং অফিসার মোঃ আব্দুর রশিদ সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষনা করেছেন। আগামী ৩০ জুন রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ০২ জুলাই রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। ০৯ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২৫ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপ-নির্বাচনের তফশিল এর অনুলিপি সচিব, নির্বাচন কমিশন সচিবালয, বগুড়া জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ইউএনও কাহালু, ওসি কাহালু এবং কাহালু মডেল প্রেসকাব সহ বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আব্দুর রশিদ ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি