বগুড়ায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বিশ্ব ইয়োগা দিবস উৎযাপন
হোটেল মম ইন বগুড়ায় ভারতীয় হাই কমিশন রাজশাহীর উদ্যোগে আজ রবিবার ৫ম বিশ্ব ইয়োগা দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী সঞ্জিব ভাটি। তিনি তার বক্তব্যে বলেন ইয়োগার মাধ্যমে শরীর ও মন সুস্থ্য রাখা যায়। এটি এখন আন্তজার্তিক ভাবে স্বীকৃত।বগুড়ায় এই প্রথম টিএমএসএস এর উদ্যোগে বিশ্ব ইয়োগা দিবস উৎযাপিত হলো। এই ধারাবাহিকতা রক্ষায় তিনি সার্বিক সহযোগীতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,বগুড়া চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট মাহফুজুল ইসলাম রাজ,পুন্ড্র বিশ্ব বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার,ভারতীয় হাইকমিশন বাংলাদেশের আন্তজার্তিক প্রশিক্ষক ডিম্পী কাপূর,কোয়ান্টাম মেথডের প্রধান প্রশিক্ষক আহমেদ শরীফ,বগুড়া অফিস প্রধান নাফিজ ফারুক প্রমূখ। উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ মকবুল হোসেন,বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, টিএমএসএস এর পরামর্শক, উপদেষ্টাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। দুটি সেশনে ইয়োগায় অংশ গ্রহন করেন আমন্ত্রীত অতিথিবৃন্দসহ টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেশী বিদেশী শিক্ষার্থীসহ ২৫০ জন।

ষ্টাফ রিপোর্টার