প্রকাশিত : ২৪ জুন, ২০১৯ ২০:২২

শিবগঞ্জে হাসাপাতালে ডাক্তারকে মারপিটের ঘটনায় কার্য বিরতি চলছে,রোগীদের চরম দুর্ভোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে হাসাপাতালে ডাক্তারকে মারপিটের ঘটনায় কার্য বিরতি চলছে,রোগীদের চরম দুর্ভোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিবগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ ইসলামে মা আঙ্গুরী বেগমের মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারের লোকজন ১৭ জুন রাতে হাসাপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন নয়ন কে মারপিট করে। কর্তব্যরত ডাক্তার বলেন, আঙ্গুরী বেগম মারাত্মক ভাবে অসুস্থ হয়ে জীবন মরণের সন্ধিক্ষনে চিকিৎসার জন্য হাসপাতালে আসে। পরবর্তীতে চিকিৎসকরা দ্রুত তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসাপাতালে নিয়ে যেতে বললে তারা এখানেই চিকিৎসা করতে বলে। কালক্ষেপন করায় রোগী হাসপাতালেই মারা যায়।

এতে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেনের আত্মীয়-স্বজন ও বহিরাগত লোকজন ক্ষিপ্ত হয়ে হাসপতালের জরুরী বিভাগ ভাঙচুর করে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকগণ ঘটনার বিচার চেয়ে মৌন মিছিল ও কর্ম বিরতি শুরু করে। ২৪ জুন সোমবার পর্যন্ত কর্মবিরতি পালন করায় দূর-দূরন্ত থেকে আগত রোগীরা চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগের শিকার হন। এ ঘটনায় ৩ জন কে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সলিমুল্লাহ আকন্দ জানান, আসামীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ ঘটনায় ডাক্তাররা হাসপাতাল কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মৌন মিছিল করেছেন। এতে বক্তব্য রাখেন, ডাঃ আনিছুর রহমান, ডাঃ আলতাফ হোসেন, ডাঃ রাবেয়া বেগম, ডাঃ দেলোয়ার হোসেন নয়ন, ডাঃ মাসতুরা আক্তার মিষ্টি, ডাঃ রুহুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, সেবিকা লিপি আক্তার, বিলকিছ আক্তার, ফরিদা আক্তার, পারভিন আক্তার প্রমুখ।

উপরে