’জয়পুরহাটে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার ‘প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
দৈনিক প্রথম আলো, সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক, টিভি মিডিয়া ও বিভিন্ন অনলাইন গনমাধ্যমে “জয়পুরহাটের আক্কেলপুরে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ” শিরোনামে যে সব সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়েছে, তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো- আমার ছোট ভাই ২০১৪ সালে কাশিরা উচ্চ বিদ্যালয়ে খন্ডকালিন শিক্ষক হিসেবে যোগদান করার পর অভিযোগকারীর মেয়েসহ অন্যান্য ছাত্র/ছাত্রী তার কাছে ওই স্কুলেই প্রাইভেট পড়ত। এরপর এক সময় মেয়েটির মা বাবা আমার ছোট ভাইকে তাদের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে দায়িত্ব দেন। এরই মাঝে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় গ্রামবাসীদের মাঝে বিষয়টি জানাজানি হলে মেয়েটির বাবা আমার ছোট ভাইকে অন্যত্র বিয়ে করার জন্য বললে সে অন্যত্র বিয়ে করে ঘর-সংসার করে।
অন্যদিকে ২০১৮ সালে এসএসসি পাস করার পর রাজশাহীর একটি কলেজে ভর্তি হয় মেয়েটি। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে একটি ফেক ফেসবুক আইডিতে আমার ছোট ভাই ও ওই মেয়েটিকে জড়িয়ে কিছু কল্প কাহিনী লেখা হয়। যেটি দেখার পর তার বাবা বাদী হয়ে মিথ্যা অভিযোগ এনে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। আর এর পরই ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রকাশ পেলে আমার ভাই সহ আমাদের পরিবারের মানসম্মান খুন্ন হয়। পরিবারের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা সহ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য অনুরোধ জানাচ্ছি।