পত্নীতলায় মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় মহিলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উক্ত আলোচেনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, পিপিএম।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কুবরা মুক্তা, পত্নীতলা থানা ওসি পরিমল কুমার চক্রবর্তী প্রমুখ।