বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার থোয়াইঙ্গ্যা পাড়ার নিজ বাসা থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহত জেএসএস কর্মীর নাম অংথুইচিং মারমা। তিনি ওই পাড়ার মং থুই মারমার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বাসা থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সংবাদ: বান্দরবান, জেএসএস কর্মী, গুলি করে হত্যা
৩০ মে, ২০১৯
২৭ জুন, ২০১৯