পিকআপ ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২
অনলাইন ডেস্ক
গাজীপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
সোমবার দিনগত রাত আড়াইটার দিকে মহানগরের পোড়াবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নাইম নামে এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি কিশোরগঞ্জে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমির বণিক জানান, সোমবার দিনগত রাত আড়াইটার দিকে একটি পিকআপ ভ্যান টঙ্গী থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল।
ভ্যানটি মহানগরের পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানে থাকা দুইজন নিহত ও চারজন আহত হন। আহতদের মধ্যে শফিকুল নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন হাসপাতাল মর্গে রাখা হয়েছে।