প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৯:৪২

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা আটক

সিলেট প্রতিনিধি
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা আটক

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিনাশুল্কে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় কয়লা সহ প্রায় পৌণে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।মঙ্গলবার জব্দতালিকা শেষে এসব ভারতীয় মালামাল সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে  জমা দেয়া হয়েছে।

মঙ্গলবার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবির টহদল দল সোমবার রাতে সীমান্তের বাঁশতলা এলাকা থেকে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা ট্রলার বোঝাই ৬০০ কেজি চোরাই কয়লার চালান আটক করে।একই রাতে উপজেলার  চাঁনপুর বিওপির বিজিবি টহল দল অপর এক অভিযানে সীমান্তবর্তী রাজাই গ্রাম থেকে  ৪২০০ প্যাকেট ( ১ লাখ ৫ হাজার শলাকা) ভারতীয় নাসির বিড়ি আটক করে। এর পুর্বে রোববার রাতে একই এলাকা থেকে চাঁনপুর বিওপির টহল দল ৪ হাজার প্যাকেট ( ১লা লাখ শলাকা) ভারতীয় নাসির বিড়ি আটক করে।

উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সোমবার ভোররাতে বিনাশুল্কে ভারত থেকে নিয়ে আসা বড়ছড়া শুল্ক ষ্টেশন থেকে ৪ হাজার ৫০০ কেজি  কয়লা আটক করে।মঙ্গলবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, জব্দকৃত কয়লা,বিড়ি,ইঞ্জিন চালিত ট্রলার সুনামগঞ্জ শুল্ক কর্মকর্তার কার্যালয়ে জমাদেয়া হয়েছে।, এসব জব্দকৃত ভারতীয় চোরাই মালামালের মুল্য  প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হতে পারে বলে জানান বিজিবি অধিনায়ক।

উপরে