প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৯:৪৯

কাহালু পৌরসভার ২০১৯-২০ইং অর্থ বছরের প্রায় সোয়া ১৩ কোটি টাকা বাজেট ঘোষনা

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালু পৌরসভার ২০১৯-২০ইং অর্থ বছরের প্রায় সোয়া ১৩ কোটি টাকা বাজেট ঘোষনা

মঙ্গলবার বগুড়ার কাহালু পৌরসভার ২০১৯-২০ইং অর্থ বছরের ১৩ কোটি ১৪ লক্ষ ৮৪ হাজার ৬ শত ৯৬ টাকা ১৩ পয়সা বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। কাহালু পৌরসভার হলরুমে বাজেট ঘোষনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান রওশন আকতার।

বাজেট ঘোষনা অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কাহালু পৌরসভার সচিব কার্তিক চন্দ্র দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান, কাহালু সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর ওযাহাব সরদার, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, কাহালু পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোফাজ্জল হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছাদেক আলী মাষ্টার, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন কাহালু থানা শাখার সভাপতি শাহাদত আলী মন্টু, কাহালু মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শামছুল আলম সহ কাহালু পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা/কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপরে