বিরামপুরে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বিওয়াইএফসি’র সহযোগিতায় র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মাধ্যমে বুধবার (২৬ জুন) মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে ইউএনও তৌহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, থানার ওসি মনিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম শাহজাহান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিওয়াইএফসি’র ম্যানেজার অসিত চৌকিদার, আনসার ভিডিপি কমান্ডার হাবিবুর রহমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।