প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ২০:২৩

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সিলেট প্রতিনিধি
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

ভারতের অভ্যন্তরে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ভারতের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।বুধবার সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের শিলং ষ্টেইটের ডলুরা-বালাট বর্ডার হাটে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পতাকা বৈঠকে বিজিবি বাংলাদেশ সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষে নেতৃত্ব প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম ও বিএসএফ ভারত শিলং সেক্টরের ১১-বর্ডার সিকিউরিটি ফোর্স ব্যাটালিয়নের  পক্ষে নেতৃত্ব প্রদান করেন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী কুলদিপ শিং।

২৮-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক পতাকা বৈঠক থেকে ফিরে এ প্রতিবেদকে জানান,বুধবার বেলা ১০টা থেকে বেলা দেড়টা পর্য্যন্ত সাড়ে তিন ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে মাদকদ্রব্য পাচার, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ,অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ, সীমান্তের শুন্য রেখা হতে ১৫০ গজের মধ্যে একসারি বিশিষ্ট কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তের দ্বিপাকি বিভিন্ন বিষয়ের উপর শান্তিপূর্ণ পরিবেশে আলোচনা হয়।বৈঠকে সুনামগঞ্জ -২৮ বিজিবি ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডারগণ, বিওপি কমান্ডারগণ এবং শিংল ১১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার, ক্যাম্প কমান্ডারগণ অংশগ্রহণ করেন।

উপরে