হিলিতে স্বামী-স্ত্রীসহ ৭ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুর হাকিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই দম্পতি ও ইয়াবা সিন্ডিকেটকারী সহ ৭ জনকে আটক করে বুধবারে দিনাজপুর আদালাতে পাঠিয়েছে হাকিমপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের রায়হান কবির বাবু (৩০) ও তার স্ত্রী সাহানাজ খাতুন (২০) ঢাকা মিরপুরের আমিনুল (৩৬),রায়হান (২৩), তার স্ত্রী রুবিনা খাতুন (২৫)। এছাড়াও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রাসেল (২৬) এবং রংপুরের জুলেখা (৫৫)।
হাকিমপুর থানা ইনর্জাস আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদে ভিত্তিতে এস আই রাকিব, এস আই আমীর সোহেল নেতৃত্বে হাকিমপুর উপজেলা মুহাড়াপাড়া ও রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। ৭ জনকে আটক করা হয়।
পরে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর আদালাতে প্রেরণ করা হয়েছে।

হিলি দিনাজপুর প্রতিনিধি