পোরশায় ভিক্ষুক পুর্নবাসনে বিভিন্ন উপকরণ বিতরন
নওগাঁর পোরশায় ভিক্ষুক পুর্নবাসনে ভিক্ষুকদের মাঝে গরু, ছাগল, মুরগী ও দোকান ঘরসহ বিভিন্ন উপকরণ বিতরন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার সারাইগাছী বাজার আদিবাসী খামারে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং বাস্তবায়নে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরন বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও সমাজ সেবা অফিসার সফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ছাওড় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দীন আলী আহম্মেদ প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি