সাপাহারে নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাাঁর সাপাহারে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে বৃহস্পতিবার উপজেলা হলরুমে বেলা সাড়ে ১১টায় ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে স্ট্রেনদেন্ড সিভিল সোসাইটি প্রটেক্টস্ এন্ড প্রোমোটস্ উইমেনস রাইটস প্রজেক্ট সি এস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাল্যবিয়ে প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ্জাহান হোসেন,ভাইস চেয়ারম্যান মো: আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনু সাব্বির আহম্মেদ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরল হক মাষ্টার,টেইনার ও এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদ, ফিল্ড সুপার ভাইজার ডাসকো ফাউন্ডেশন প্রকল্প ভানু রায়,কিসমতআরা প্রমূখ। এসময় বিভিন্ন এলাকার নারী নের্তৃবৃন্দ ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি