পোরশায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান
নওগাঁর পোরশায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে উপজেলার সারাইগাছী সংস্থার শাখা কার্যালয়ে শাখা ব্যবস্থাপক শহিদুল আলমের সভাপতিত্বে অর্থ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার সফিকুল ইসলাম, সাংবাদিক ডিএম রাশেদ, রিকের জোনাল ম্যানেজার আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার আবুল কালাম আজাদ ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ১৪জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২হাজার টাকা করে মোট ১লক্ষ ৬৮হাজার টাকার চেক বিতরন করা হয়।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি