প্রকাশিত : ২৭ জুন, ২০১৯ ২১:১৫

বিরামপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুরে ভূয়া ডিবি পুলিশ আটক

দিনাজপুরের বিরামপুরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইকালে দুই ভূয়া ডিবি পুলিশকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিরামপুর বিজিবি’র সদস্যরা।বৃহস্পতিবার পৌর শহরের বিরামপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ওই দুই জনকে আটক করা হয়।আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার নুরুন্নবী ফকিরের ছেলে মো.মাসুদ রানা (৩০) ও মো. হাফিজুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলম(৩০)।

বিরামপুর বিজিবি ক্যাম্প কমান্ডার বলেন, বৃহস্পতিবার দুপুরে বিরামপুর বিজিবি ক্যাম্পের সামনে মো.সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে হাতকড়া নিয়ে জোর করে মটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় ওই ব্যক্তির চিৎকারে বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ঐ দুই ব্যক্তিকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শরীফ উল্লাহ আবেদ ওই দুই ভূয়া ডিবি পুলিশ আটকের সত্যতা নিশ্চিত করেন ।বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, বিজিবি’র হাতে আটক দুুই ভূয়া ডিবি পুলিশ থানায় দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপরে