প্রকাশিত : ২৮ জুন, ২০১৯ ১৭:৩৩

বগুড়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
বগুড়া সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) বার্ষিক সাধারণ সভা শুক্রবার বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠনতন্ত্র সংযোজনসহ কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভার শুরুতেই সাধারণ সম্পাদক জে এম রউফ ও কোষাধ্যক্ষ সবুর আল মামুন প্রতিবেদন উত্থাপন করেন। পরে সেই প্রতিবেদনের ওপরে সংগঠনের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব জি এম সজল, সাবেক সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বর্তমান নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, নির্বাহী সদস্য আরিফ রেহমান, বিইউজে’র সাবেক সভাপতি এএইচএম আখতারুজ্জামান, চপল সাহা, মিলন রহমান, মুরশীদ আলম, মোহন আখন্দ, নাসিমা সুলতানা ছুটু, আব্দুস সালাম বাবু, সাজ্জাদ হোসেন পল্লব, ফরহাদুজ্জামান শাহী প্রমুখ। সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শফিউল আযম কমল এবং সদস্য আবুল কালাম আজাদ ঠান্ডা ও সাজেদুর রহমান সিজুর কাছে নির্বাচনী দায়িত্ব হস্তান্তর করা হয়।

উপরে