কালাইয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ২
জয়পুরহাটের কালাই উপজেলার টিএনটি এলাকায় ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে কুকুরের ধাক্কায় অজিজুল হক (৩৫) নামে এক গরু ব্যসায়ী নিহত হয়েছে।এ সময় ভ্যানে থাকা আরো দুই যাত্রী গুরুতর আহত হয়।শনিবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।নিহত অজিজুল হক কালাই পৌরসভার আঁওড়া মহল্লার মোতালেব হোসেনের ছেলে।আহতরা হলেন-কালাই পৌরসভার একই মহল্লার সলিমদ্দিনের ছেলে মাফু (৩২) এবং মৃত মানিক মিয়ার ছেলে মোতালেব হোসেন। আহত ২জন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কোরবানি ঈদকে সামনে রেখে গরু কেনার জন্য তারা নিজ বাড়ি থেকে অটো-ভ্যানে করে ক্ষেতলাল উপজেলার হোপের হাট যাচ্ছিলেন। পথিমধ্যে কালাই-বগুড়া মহাসড়কে উপজেলার টিএনটি এলাকায় ব্যাটারী চালিত ভ্যানের সঙ্গে কুকুরের ধাক্কায় লেগে ওই ব্যাটারী চালিত ভ্যানটি উল্টে গিয়ে সড়কের উপরে পরলে তারা গুরুতর হয়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক অজিজুলকে মৃত ঘোষনা করেন।

জয়পুরহাট প্রতিনিধি