বগুড়া ওয়াইএমসিএ এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া ওয়াইএমসিএ এর ৩৮ তম বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার সন্ধ্যায় পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মিঃ দিলীপ মারান্ডি। সংস্থার সাধারন সম্পাদক ও নির্বাহী পরিচালক রবার্ট রবিন মারান্ডি ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন ও অবৈতনিক কোষাধ্যক্ষ মিঃ টমাস অর্পণ আর্থিক প্রতিবেদন ও নিরিক্ষীত হিসাব-নিকাশ পেশ করেন। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। এ বিষয়গুলি চিন্তা-ভাবনা করেই আমাদের কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন করতে হবে। তবেই আমরা সমাজের প্রকৃত চাহিদা পূরণে সক্ষম হবো।
পাশাপাশি প্রতিষ্ঠান হিসাবে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে আমরা প্রাসঙ্গিক হতে পারবো। যার লক্ষে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এ বিষয়-বস্তুকে মাথায় রেখেই ২০১৯ অর্থ বছরে সংশোধিত বাজেট ও ২০২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ ও অনুমোদন করছি। এ সময় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল, সহ-সভাপতিদ্বয় ডাঃ রিটা মন্ডল, জর্জেট বুলবুল ব্যাপারী। বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নিয়োগপ্রাপ্ত মিনিট সম্পাদক আশের মাইকেল বেসরার উপস্থাপনায় ধ্যান ও প্রার্থনা পর্ব পরিচালনা করেন বগুড়া খ্রিষ্টীয় মন্ডলীর সাবেক পালক প্রধান ও সংস্থার সদস্য মিঃ সৌরভ বিশ্বাস।