প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ২০:০৯

হাকিমপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
হাকিমপুরে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০ টা থেকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহন করা হয়। ৪৫৯ ভোটারের মধ্যে ৩৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান জানান, নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক দুইজন করে প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম মেম্বার ও সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান শুভ নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আয়েন উদ্দিন আহম্মেদ।

উপরে