শিবগঞ্জের ধান ব্যবসায়ীর ২ লক্ষ টাকা ছিনতাই
বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের দহিলা বড় হাটপাড়া গ্রামের ধান ব্যবসায়ী আব্দুর রশিদ এর ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় দহিলা বড় হাটপাড়া গ্রামে আলহাজ্ব আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩৫) বগুড়া জেলার শেরপুর সদর এলাকার আলাল অটো রাইচ মিলে ২৫০ বস্তা ধান বিক্রয় করে।
এর পেক্ষিতে আলাল রাইচ মিলের ম্যানেজার সেলিম হোসেন বগুড়া সদরের বড়গোলা শাখার পূবালী ব্যাংক হতে ৪ লক্ষ টাকা আব্দুর রশিদকে প্রদান করে এর মধ্যে তার পরিহিত প্যান্টের দুই পকেটে ২ লক্ষ টাকা এবং ব্যাগের ২ লক্ষ টাকা রেখে গত ২৬ জুন টাকা নিয়ে দুপুর ২ টার সময় বাড়ী ফেরার পথে বগুড়া সদর থানার নূনগোলা ইউনিয়নের নির্জন ঘোড়াধাপ এলাকায় বৃষ্টি কারণে বিকাল সাড়ে চারটায় আঃ সামাদের বাড়ীর বারান্দায় আশ্রয় নিলে হঠাৎ অজ্ঞতনামা ৩ জন দুকৃতকারী একটি নাম্বার বিহীন এ্যাপাচি লাল রংয়ের মটর সাইকেল যোগে আসিয়া ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখাইয়া আমার মোটর সাইকলের সঙ্গে থাকা ব্যাগে রাখা ২ লক্ষ টাকা ব্যাগ সহ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
ব্যবসায়ী আব্দুর রশিদ জানায় প্লাষ্টিকের বস্তার মাঝারি আকারে সাদা ব্যাগের মধ্যে ২ লক্ষ টাকা ছাড়াও ব্যবসার হিসাব নিকাশের খাতা এবং বাকী দেওয়া হিসাবের খাতা বেশ কিছু চালান সহ কিছু জরুরী কাগজপত্র ছিল। ছিনতাইকারীরা টাকা নিয়ে ব্যাগটি যদি কোন স্থানে ফেলে রেখে যায় এমতাবস্থায় কোন স্বহৃদয় ব্যক্তি ব্যাগটি দেখে থাকেন তাহলে আমার মোবাইল নম্বর ০১৭২৫৬৭৩৭৭২ তে ফোন দিয়ে অবগত করবেন অথবা বগুড়া সদর থানা বা শিবগঞ্জ থানায় জমা দিলে উপকৃত হবো।