রবিদাস জনগোষ্ঠীকে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর গেজেটে অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন
অনগ্রসর রবিদাস জনগোষ্ঠীকে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০” এর তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদ ও অনতিবিলম্বে অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের মোড়ে সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) ও বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ) এর গোবিন্দগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ রবিদাসের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম.এ. মতিন মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু, বিআরএফ-গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুনীল রবিদাস, সাধারণ সম্পাদক খিলন রবিদাস।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি কুকিল রবিদাস, সাধারণ সম্পাদক বাবুলাল রবিদাস, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দপ্তর সম্পাদক নয়ন রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ)-গাইবান্ধা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক নিতাই রবিদাস, বিআরএসএফ-গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজল রবিদাস, সহ সভাপতি কৃষ্ণ রবিদাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈকত রবিদাস প্রমুখ।
মানবন্ধনে বক্তাগণ বলেন, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে বিবেচিত হবার মতো সকল যোগ্যতা ও বৈশিষ্ট্য রবিদাস জনগোষ্ঠীর মাঝে উপস্থিত। বিগত সময়ে বেশ কিছু জেলা প্রশাসক রবিদাসদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সনদপত্র প্রদান করেছেন। আইএলও সহ বিভিন্ন নির্ভরযোগ্য সংস্থার নথিপত্রে বর্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈশিষ্টানুযায়ী রবিদাস জনগোষ্ঠী প্রকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এমনকি বর্তমানেও চলমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রদত্ত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচি” এর তালিকায় রবিদাস জনগোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবেই স্বীকৃত। কিন্তু“ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০” এর তালিকা হতে রবিদাস জনগোষ্ঠীকে বাদ রাখা সম্পূর্নরূপে অযৌক্তিক ও সরকারী নথিপত্রের সাথে সাংঘর্ষিকও বটে। বিগত সময়ে দায়িত্বরত সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নুর মহোদয়ও রবিদাসদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গেজেটে অন্তর্ভূক্ত করবার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেটাও সর্বশেষ সংশোধিত গেজেটের তালিকায় ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থান হলেও রবিদাস জনগোষ্ঠী কেন স্থান পাবে না, তা একটি মৌলিক প্রশ্নের জায়গা। বিষয়টি পূনরায় বিবেচনাপূর্বক রবিদাস জনগোষ্ঠীকে গেজেটে অন্তর্ভূক্ত করতেই হবে। এ বিষয়ে আমরা সারা বাংলাদেশের ৮ লক্ষাধিক রবিদাস জনগণ মাননীয় প্রধানমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করছি।”