প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৫:১৮

বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা

দিনাজপুরের প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের ৩৭ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ২৭২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা হলরুমে এ বাজেট পেশ করেন, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল।

এসময় প্যানেল মেয়র (১) মাহবুবুর রহমান হান্না, নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, সচিব সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক, পৌর কাউন্সিলরবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত রবিবার বাজেট শেষে মেয়র টুটুল জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে রাস্তাঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দেয়া হয়েছে।

 

উপরে