নারী ও বালিকাদের উপর সহিংসতা প্রতিরোধে পঞ্চগড়ে অবহিতকরণ সভা
ক্ষমতার উৎকর্ষতা ও ক্ষমতায়নের মাধ্যমে নারী ও বালিকাদের উপর সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ সৃষ্টিতে পঞ্চগড়ে অবহিতকরণ সভা হয়েছে।আজ রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সহায়তায় সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট-সিআরডি পঞ্চগড় ওই সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল মান্নান। অবহিতকরণ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী খান মোহাম্মদ শহীদ, সিআরডি’র নির্বাহী পরিচালক আবু সাঈদ প্রমূখ। অবহিতকরণ সভায় জানানো হয়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ও কামাত কাজলদিঘী এবং বোদা উপজেলার বোদা ও বেংহারী ইউনিয়নে চলতি বছরের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ‘এ্যাকশন টু প্রটেক্ট রাইটস অফ ওমেন এন্ড গার্লস’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট-সিআরডি।